কলারোয়া প্রতিনিধিঃ মুজিব শত বর্ষ ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় দুস্থ প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বলিয়ানপুর গ্রামে বেসরকারী উন্নয়ন সংস্থা সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২৫০জন অসহায় হত দরিদ্রদের মাঝে ওই শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা ইঞ্জিনিয়ার নাজিমুল হক, সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হেলাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, যুবউন্নয়ন কর্মকর্তা এছমত আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, আব্দুল মালেক, সাকারুদ্দীন মোল্লা, অজিয়ার রহমান। সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাকিলা ইয়াসমিন মেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-ফাউন্ডেশনের উপদেষ্টা গ্রাম ডাক্তার আব্দুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন-মাস্টার আমিরুল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোলাম কাদের শিমুল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন-সিমান্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাফিজুর রহমান সুজন।
Leave a Reply