
আবু সাঈদ: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন ও কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম {৫} সদস্য আসাদুর রহমান বাবু এবং সদস্য সুনিল কুমার ঘোষ। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম খোকন ও বারের সভাপতি / সম্পাদক বরাবর ৪ জানুয়ারি ২৬ সাল পদত্যাগ পত্র দাখিল করেন। পদত্যাগ পত্রে তারা উল্লেখ করেন বতর্মানে সমিতির গঠনতন্ত্র বর্হিভূত কার্যাদি ও আমাকে যুগ্ম সম্পাদক এর কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। বিধায় গঠন্ত্র আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়। এমতাবস্থায় আমি বা আমরা উক্ত পদ থেকে পদত্যাগ করতে আগ্রহী। অতএব আপনার নিকট বিনিত নিবেদন আমার এবং আমাদের পদত্যাগ পত্র গ্রহণ করে আমাদের উপর অর্পিত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ও সদস্য পদ থেকে অব্যাহতি দানে বর্ধিত করবেন। এবিষয়ে এডভোকেট নুরুল আমিন এ প্রতিবেদককে বলেন বারের গঠন্তের মধ্যে থেকে আমাকে দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে না। বারের সভাপতি এড শাহ আলম ও সাধারণ সম্পাদক এড শেখ ইমদাদুল ইসলাম নিজ ইচ্ছুক অনুযায়ী সিদ্ধান্ত নেন এবং তার ইচ্ছায় সকল কাজ করে তাতে করে আমাদের দায়িত্ব খর্বোর সামিল। বেলবন্ড, উকালত নামা ও হাজিরা ছাপানোর দায়িত্ব যুগ্ম সম্পাদক এর হলে নুরুল আমিন সেই দায়িত্ব না পেয়ে খোফ প্রকাশ করেন। উল্লেখ ইতি পূর্বে নির্বাচিত সদস্য এড সাইদুজ্জামান জিকো পদত্যাগ করেন অর্থাৎ নির্বাচিত ১১ সদস্য কমিটির মধ্যে যুগ্ম সম্পাদক ও কাষাধ্যক্ষসহ ৫ জন পদত্যাগ করেন। এনিয়ে উকিল বারের একাধিক আইনজীবী বলেন বারের আইনজীবীদের ভবিষ্যত হতাশায় মূখ থুবড়ে পড়েছে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড শেখ ইমদাদুল ইসলাম গনমাধ্যমকে বলেন ৪ জনের পদত্যাগ পত্র পেয়েছি এবং বিস্তারিত পরে বলব।
Leave a Reply