কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছায় থানা পুলিশ ৪৭ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী ফয়সাল ফকির (২০) নামে এক যুবক কে আটক করেছে। সে উপজেলার উত্তর নাছিরপুর গ্রামের রশিদ ফকিরের ছেলে। কপিলমুনি ক্যাম্পের এটি এসআই শাহিনুর রহমান জানান, শনিবার বেলা ১১ টার দিকে তাকে পুর্ব নাছিরপুর এলাকা থেকে আটক করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী ফয়সালের চলাফেরায় সন্দেহ জনক মনে হলে পুলিশ তাকে আটক করে। তাকে তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৪৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান,ধৃত আসামীর নামে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply