ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ২৮শে নভেম্বর বরিবার সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এবারের নির্বাচনে প্রশাসন থেকে শুরু করে সকলের দৃষ্টি ছিল ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে। ওই ইউনিয়নে প্রতিদ্বন্দীতায় ছিলেন সেখানকার চেয়ারম্যান ঘোড়া প্রতীকের প্রার্থী আলহাজ্ব গাজী শওকাত হোসেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সজল মুখার্জী, মটরসাইকেল প্রতিক নিয়ে লড়াই করেন ফিরোজ আলম, চশমা প্রতিক নিয়ে লড়াই করছে বাদশা ও আনারস প্রতিক নিয়ে লড়াই করেন করিম।
গেল কয়েকমাস ধরে নির্বাচন ঘিরে ধলবাড়িয়া ইউনিয়নে মুখোমুখি অবস্থানে ছিলেন দলীয় নৌকা বঞ্চিত বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব গাজী শওকাত হোসেন এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সজল মুখার্জী।
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তুমুল জনপ্রিয়তা ও জনসমর্থন পেয়ে রোববারের নির্বাচনে জয়ী হয়েছেন আলহাজ্ব গাজী শওকাত হোসেন।
দলের জন্য অবর্ণনীয় অবদান রাখা স্বত্বেও দলীয় প্রতিক থেকে বঞ্জিত গাজী শওকাত। নির্বাচনে তাকে ভোট দিয়ে তার প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ধলবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষরা।
ধলবাড়িয়ায় গাজী শওকাত হোসেন ঘোড়া প্রতিকে ৫৩৮৩ ভোট এবং নৌকা প্রতিক ৪২৬৬ ভোট। ১১১৭ ভোটে গাজী শওকাত হোসেন জয়ী।
আলহাজ্ব গাজী শওকাত হোসেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার তার কর্মী-সমর্থকসহ ধলবাড়িয়া ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষের মাঝে বইছে উৎসবের আমেজ।
Leave a Reply