সদর প্রতিনিধি: গণতন্ত্রের আপোষহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল ও পাঁচবার পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুর উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) শহরের লেকভিউতে দিনব্যাপী এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে নাছিম ফারুক খান মিঠু বলেন, “দেশের জন্য নিবেদিতপ্রাণ ও আপোষহীন নেত্রী খালেদা জিয়ার সুস্থতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে ত্যাগ ও অবদান রেখেছেন, তা জাতির জন্য অনন্য নজির। আমরা মহান আল্লাহর কাছে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও দেশসেবায় পুনরায় সক্রিয় হওয়ার তাওফিক কামনা করছি।”
দোয়া মাহফিল পরিচালনা করেন কামালনগর জামে মসজিদের ইমাম মুফতি ইয়াসিন আলম খান। তিনি সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সহ-সমন্বয়ক ফরিদ উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শরিফুজ্জামান সজীব, জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হক, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম বুলবুল, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহেদ, শহর ছাত্রদলের আহ্বায়ক আয়ুব হোসেন, সদস্য সচিব শাহিন ইসলাম, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরব হোসেন, সাংগঠনিক সম্পাদক খোকন, ব্যবসায়ী শাফিন আরমান খান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আহাদ প্রমুখ।
দোয়া মোনাজাত শেষে হাফেজে কোরআন, এতিম, দুস্থ ও অসহায়দের নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন নাছিম ফারুক খান মিঠু।
Leave a Reply