
জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহে মাকফিরাত কামনায় মৌতলা বাস স্ট্যান্ড ব্যবসায়িক কমিটির উদ্যোগে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ রা জানুয়ারী ) বিকাল ৫ টায় মৌতলা বাস স্ট্যান্ড বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক সাবেক সেনা সদস্য ও নবনির্বাচিত মৌতলা বাসস্ট্যান্ড ব্যবসায়িক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও মৌতলা বাস স্ট্যান্ড ব্যবসায়িক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো, রফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা অইয়ুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও মৌতলা ইউনিয়ন যুব দলের আহবায়ক কাজী আবু সাঈদ, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক মীর শাহাদাত আজম, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক কাজী শরিফুল ইসলাম, মৌতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তৈয়নুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও মৌতলা বাস স্ট্যান্ড ব্যবসায়িক সমিতির সাংগঠনিক সম্পাদক মো, আলমগীর হোসেন, মৌতলা ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা কাজী শরিফুল ইসলাম, মৌতলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো, মজিদ হোসেনসহ মৌতলা ইউনিয়ন সকল পর্যায়ের নেতাকর্মী ও সুধীজনেরা অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহাদ্দিস তরিকুল ইসলাম বেলালী, মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply