বিশেষ প্রতিনিধি: ‘‘আপনার অধিকার আপনার দায়িত্ব, দূর্নীতিকে না বলুন’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার কালিগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২১ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ্ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবসের প্রক্ষেপট এবং দূর্নীতি মুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা ভাইচ চেয়রম্যান নাজমুল আহসান, মহিলা ভাইচ চেয়রম্যান দিপালী রাণী ঘোষ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন ও এ্যাড: জাফরুল্লাহ ইব্রাহীম, নির্বাহী সদস্য ইলাদেবী মল্লিক, সৈয়দ মাহমুদুর রহমান, তারালী ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শ্যামাপদ দাশ, দক্ষিন শ্রীপুর ইউনিয়ন সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মাদ আলী গাজী, কৃষ্ণনগর ইউনিয়ন সভাপতি আলহাজ¦ আব্দুস সত্তার, বিষ্ণপুর ইউনিয়ন সাধারন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ধলবাড়িয়া ইউনিয়ন সাধারন সম্পাদক গাজী মিজানুর রহমান, চাম্পাফুল ইউনিয়ন সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, নলতা ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন, মথুনেশপুর ইউনিয়ন সভাপতি আলহাজ¦ শেখ খোরশেদ আলম, সহ সভাপতি মঞ্জুরুল কবীর, আবু তাহেল, রতনপুর ইউনিয়ন সাধারন সম্পাদক গোলাম রব্বানি প্রমুখ। বক্তারা বলেন, দূর্নীতি দমন কমিশন কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন সিদ্ধান্তবলি উপজেলা ও ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে তৃনমূল পর্যায়ে দূর্নীতির বিরুদ্ধে গনসচেতনতার বৃদ্ধির জন্য তৃনমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। বক্তারা আরো বলেন সকল প্রকার অন্যায় ঘুষ, দূর্নীতি স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে জনগনকে সচেতন করতে এবং স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে জাগারোনের জন্য সততা সংঘ ও সততা ষ্টোরের মাধ্যমে দূর্নীতির বিরুদ্ধে নিরালশ ভাবে কাজ করছে। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply