জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩ মার্চ) সকাল ১০ টায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে রোজা ও ঈদের কেনাকাটা এবং ব্যবসা-বাণিজ্য ঘিরে সক্রিয় হচ্ছে অপরাধীরা পাশাপাশি একশ্রেণীর ব্যবসায়ীরা মুনাফা লোভের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে ফায়দা লুটছে। পবিত্র এ রমজান মাসে আইন-শৃঙ্খলার উন্নয়ন সহ সয়াবিন তেল বেগুন খিরাইসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখার জন্য বাজার মনিটরিং করার সিদ্ধান্ত হয়েছে। উপজেলার প্রতিটি কাঁচা বাজারে এবং মুদি দোকানে ন্যায্য মূল্যের দামের তালিকা টানিয়ে রাখতে হবে, অন্যথায় আইনের আওতায় এনে সাজা প্রদান করা হবে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বের অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা আব্দুল ওহাব, বিএনপি নেতা ডাক্তার শফিকুল ইসলাম বাবু, বিষ্ণুপুর ইউনিয়নপরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ইমরান, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ খাইরুল আলম, উকশা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আরিজুল ইসলাম, কালিগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের সৈয়দ মাহমুদুর রহমান, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম, মাওলানা আকরাম হোসেন ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব, আমির হামজা, মারুফ হাসান, আবু ঈসা, উপজেলা ছাত্রদলের সভাপতি জি এম পারভেজ ইসলাম, প্রমুখ। পরবর্তীতে একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকারি কর্মকর্তা সহ উন্নয়ন সমন্বয় কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply