
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জমির উদ্দীন গাজীকে বিএনপিতে যোগদানে বাধা এবং দলে না নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি বাজারের তিন রাস্তার মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।
দরগাহপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জমির উদ্দীন গাজী চেয়ারম্যান থাকাকালে এলাকার বিএনপি নেতা-কর্মীদের ওপর চরম নির্যাতন চালিয়েছেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে মিথ্যা মামলায় গ্রেপ্তারসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক হয়রানিমূলক মামলা দেওয়ার নেপথ্যে তাঁর ভূমিকা ছিল।
বক্তারা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জমির উদ্দীন নিজের অফিস ও স্থানীয় একটি দোকানে আগুন দিয়ে তার দায় বিএনপির নেতা-কর্মীদের ওপর চাপিয়েছিলেন। এমন ‘চিহ্নিত অপরাধী’ ও দীর্ঘদিনের আওয়ামী লীগ নেতাকে কোনোভাবেই বিএনপিতে ঠাঁই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব জি এম হাফিজুর রহমান, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুসাইন, যুবদলের সাবেক সভাপতি শেখ ইয়াদ আলী, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা আবু তাহের ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার গাজী প্রমুখ।
বক্তব্য শেষে খরিয়াটি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতা-কর্মীরা জমির উদ্দীনের বিরুদ্ধে স্লোগান দেন এবং তাঁকে দলে অন্তর্ভুক্ত না করার জন্য কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি জোরালো দাবি জানান।
Leave a Reply