
আবুল হেসেন সদর প্রতিনিধিঃ মরহুম আব্দুল আহাদ সরদারের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্ম শাখঁরা বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন এবং জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ইউনিট সদস্য মাওলানা ওবায়দুল্লাহ, সাবেক ইউনিয়ন আমীর আব্দুস শুকুর, আবুল হাসান ও ওসিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও মুসল্লিগণ।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ভোমরা ইউনিয়ন আমীর জনাব আনোয়ার কবির এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোমরা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা মরহুম আব্দুল আহাদ সরদারের জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply