শাহিনুর ইসলাম:: আমীরে শরিয়ত, আমীরে তরিকত, আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন, ছারছীনা দরবার শরীফের বর্তমান পীর সাহেব, বৃহস্পতিবার (১০এপ্রিল) সাতক্ষীরায় আসছেন। ঐ দিন সন্ধ্যায় কালিগঞ্জের মথুরেশপুর দেয়া মাঝের মাঠ প্রাঙ্গণে মুকুন্দপুর দারুস সুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদ্রাসার উদ্যোগে ২৯ তম ঈসালে সওয়াব মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন তিনি। তার আগমন কে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ সাতক্ষীরা জেলা শাখা, মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী। মাহফিলে সভাপতি হিসাবে থাকবেন বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ সাতক্ষীরা জেলা শাখা ও মুকুন্দপুর দারুস সুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদ্রাসার সভাপতি মাও: আফসার উদ্দীন। এছাড়া মাহফিলে মহিলাদের আগমন ও মনোহারী দোকান সম্পূর্ণ নিষেধ করেছেন কর্তৃপক্ষ।
Leave a Reply