কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো।। দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে ৩২দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খেলার উদ্বোধন শুক্রবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হবে। দক্ষিণ পারুলিয়া জেলিয়া পাড়া স্পোটিং ক্লাব মাঠে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু এবং সাবেক চেয়ারম্যান ও পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। খেলায় একদিকে থাকবে দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের নেতৃত্বে ফেয়ার মিশনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ আর অন্যদিকে খেলবে কামটা ফেয়ার মিশন ফুটবল একাদশ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন।
Leave a Reply