ক্রীড়া ডেস্ক: আইপিএলের ১৫তম আসর শুরু হতে আর মাত্র ৪ দিন। গতবারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলে টেনেছে দেশি ও বিদেশি বিভিন্ন খেলোয়াড়। তবে প্রথম থেকে পূর্ণশক্তির দল পাচ্ছে না কোনো ফ্র্যাঞ্চাইজিই। বিভিন্ন কারণে আইপিএলে প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না বেশ কিছু বিদেশি তারকা। নিজ নিজ জাতীয় দলের হয়ে খেলা, চোট সমস্যা, জৈব সুরক্ষাবলয়ে থাকায় অনীহা-এসব কারণে পাওয়া যাবে না খেলোয়াড়দের।
১. কলকাতা নাইট রাইডার্স: প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না কলকাতার দুই অস্ট্রেলিয়ান তারকা প্যাট কামিন্স ও অ্যারন ফিঞ্চ। জৈব সুরক্ষাবলয়ের কারণে খেলবেন না ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।
২. দিল্লি ক্যাপিটালস: পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের কারণে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ খেলতে পারবেন না শুরুর কিছু ম্যাচ। ওদিকে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজের কারণে মোস্তাফিজুর রহমান ও লুঙ্গি এনগিডিকে ছাড়া ম্যাচগুলোতে মাঠে নামতে হবে দিল্লি ক্যাপিটালসকে। চোটের কারণে দেখা যাবে না আনরিখ নরকিয়াকেও
৩. মুম্বাই ইন্ডিয়ানস: চোটের কারণে পুরো মৌসুম খেলতে পারবেন না দলে নতুন আসা ইংলিশ পেসার জফরা আর্চার।
৪. চেন্নাই সুপার কিংস: দক্ষিণ আফ্রিকার পেসার ডোয়াইন প্রিটোরিয়াসই শুধু প্রথম ম্যাচে খেলবেন না। এ ছাড়া সবাইকেই প্রথম থেকে দলে পেয়ে যাবে চেন্নাই।
৫. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: গেদ্বন ম্যাক্সওয়েল, জশ হ্যাজলউড ও জেসন বেহরেনডর্ফকে ছাড়াই প্রথম কয়েক ম্যাচে নামবেন কোহলিরা।
৬. লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: জাতীয় দলের দায়িত্ব থাকার কারণে অন্তত ১ থেকে ৫ ম্যাচ খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, কাইল মেয়ার্স ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। চোটের কারণে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে চলে গেছেন ইংলিশ পেসার মার্ক উড। প্রথম ম্যাচ খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।
৭. পাঞ্জাব কিংস: অস্ট্রেলিয়ার নাথান এলিস, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও ইংল্যান্ডের জনি বেয়ারস্টো শুরু থেকে খেলতে পারবেন না জাতীয় দলের দায়িত্ব থাকার কারণে।
৮ গুজরাট টাইটানস: জাতীয় দলের হয়ে খেলা থাকার কারণে প্রথম কয়েক ম্যাচ খেলবেন না ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ। এক ম্যাচ খেলার সম্ভাবনা নেই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলারের, জৈব সুরক্ষাবলয়ের মধ্যে আর থাকতে চান না, তাই নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়ও।
৯. সানরাইজার্স হায়দরাবাদ: দুই আফ্রিকান মার্কো ইয়ানসেন ও এইডেন মার্করামকে প্রথম কয়েক ম্যাচ পাবে না দলটি। অস্ট্রেলিয়ার শন অ্যাবটও পাকিস্তানের বিপক্ষে সিরিজের কারণে শুরুর কয়েক ম্যাচে খেলবেন না।
১০. রাজস্থান রয়্যালস: বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার কারণে প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাসি ফন ডার ডুসেন।
Leave a Reply