নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও নবাগত পুলিশ সুপার মো.আরেফিন জুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্যরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয় তাকে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত সহ-সভাপতি খন্দকার কবির হাসান দিপু, সাধারণ সম্পাদক মো.লুৎফর রহমান সৈকত, যুগ্ম সম্পাদক জি এম সাইফুল ইসলাম বাপ্পি, কোষাধ্যক্ষ শেখ আখেরুজ্জামান তাপস, দপ্তর সম্পাদক সঞ্জিব কুমার ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক মো.ফজলুল করিম।
এছাড়া কার্যকরী সদস্যদের মধ্যে অহিদুজ্জামান শামিম, মো.ফিরোজ রহমান, মো.আরিফ হোসেন জেম, শেখ দারুজ্জামান রুবেল, মো.মোহসিন আলী, এস এম হাবিবুল হাসান। তাছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা এসোসিয়েশনটির সদস্য নুরুল হাসান সুমন, খাদিজা আকতার চায়না প্রমুখ।
Leave a Reply