শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি ও যুবদলের তিন নেতাকর্মীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। সোমবার (১১ আগষ্ট) সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদের স্বাক্ষরযুক্ত চিঠিতে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিস্কৃতরা হলো শ্যামনগর সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোতালেব হোসেন খাঁ, শ্যামনগর পৌর বিএনপির সার্চ কমিটির সদস্য মফিজুর রহমান মফু ও বিএনপি কর্মী সলতে বাবু।
জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরকৃত চিঠিতে বলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেয়া হয়। যার অংশ হিসেবে গত ২৫ জুলাই শ্যামনগর উপজেলার ওয়ার্ড কাউন্সিল চলার সময়ে ভোট প্রদানে বাধাদানসহ ঔর্দ্ধত্য আচারণের পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভংগের স্পষ্ট প্রমান রয়েছে। যেকারনে দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন করার অপরাধে উক্ত তিনজনকে সাময়িকভাবে সংগঠন থেকে বহিস্কার করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশ জানান দলীয় শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। দলকে ভালোবাসলে দলের নীতি ও আদর্শ মেনে চলতে হবে।
উল্লেখ্য গত ২৫ জুলাই কউন্সিলকে ঘিরে শ্যামনগরে বিএনপির দু’পক্ষের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষ হয়। এসময় পৌর বিএনপির সাবেক আহায়ক লিয়াকত আলী বাবুসহ তার অনুসারীদের উপর হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে উক্ত ওয়ার্ডের কাউন্সিল অধিবেশন বন্ধ করে দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
Leave a Reply