জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ বেসরকারি নারী উন্নয়ন সংগঠন প্রেরণার আয়োজনে রবিবার( ২ জুন )বিকাল ৩ টায় উপজেলা অফিসার্স ক্লাবে জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারী (ফেইস ২) এর উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লিঙ্গভিত্তিক সহিংসতা এলাকাভিত্তিক জলবায়ু পরিবর্তনের ফলাফল সম্পর্কিত সমস্যা চিহ্নিতকরণ এবং সমস্যা মোকাবেলায় সরকারি প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেরণার নির্বাহী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা ইলা দেবী মল্লিকের সভাপতিত্বে ও প্রেরণার দীপিকা রানী অধিকারীর সঞ্চালনায় সভায় প্রজেক্টর মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের হেড প্রোগ্রাম অফিসার মো: তোহিদুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ার খানম, উপজেলা বিআরডিবির সহকারী পল্লী উন্নয়ন অফিসার লিটন কুমার ঘোষ, প্রমূখ সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন নারী উন্নয়ন সংগঠনের নারী নেতৃবৃন্দ, সাংবাদিক, ইউপি সদস্য সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply