জিএম মামুন নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জজ কোর্টের পি.পি নিজ এবং নিজের অফিস কে দুর্নীতি মুক্ত ঘোষণা করে নিঃস্বার্থ হীন দৃষ্টি স্থাপন করলেন সাতক্ষীরা জজ কোর্টের পি.পি অ্যাডভোকেট শেখ আব্দুর সাত্তার।
তিনি সাতক্ষীরা কোর্টে ঘুষ দুর্নীতি অবিচার বৈষম্য মুক্ত করে জনবান্ধব সুশাসন ন্যায়বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেন। সেই সাথে তিনি অফিসের সকল স্টাফদের নির্দেশ প্রদান করেন। এখন থেকে সাতক্ষীরা পি.পি অফিস হবে দুর্নীতি মুক্ত, ন্যায় বিচারের জন্য সকল উপজেলা এবং জেলার মানুষ পি.পি অফিসে আসবে নির্বিঘ্নে। এবং সকল প্রকার আর্থিক লেনদেন থেকে তারা বিরত থাকবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নিজেকে সৎ নির্ভীক পি.পি হিসেবে অঙ্গীকারবদ্ধ।
জানা যায় সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান। তিনি ধলবাড়িয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং সাবেক বিএনপি’র উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ বছর তিনি ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের রাজনীতির রশানলে শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার মিথ্যা বানোয়াট আসামি হিসেবে দীর্ঘ বছর কারাবরণ করেছেন। তিনি কারা বরণ অবস্থায় নিজের পিতা, মাতা এবং ভাইয়ের মৃত্যুতে জেলখানায় বন্দীরত অবস্থায় কোণঠাসা হয়ে পড়েছিল। এবং দীর্ঘদিন জেলখানায় অসুস্থ হয়ে পড়লে। জেল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী রাজনৈতিক মিথ্যা বানোয়াট ৩৯ মামলার আসামি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার কে ডান্ডাবেড়ির সজ্জিত করে হাসপাতালের বেডে দীর্ঘদিন পর চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। ২০২৪ এর ৫ই মে ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নতুন করে দেশ স্বাধীন করে। পরবর্তীতে অ্যাডভোকেট শেখ আব্দুর ছত্তার সাতক্ষীরা জজ কোর্ট পি.পি নিযুক্ত হন। সেই থেকেই অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মনে করেন। কোন মানুষ মিথ্যা মামলা এবং সঠিক বিচার থেকে যেন বঞ্চিত না হয়। এবং তিনি অফিসের মেন ফটকের গায়ে কম্পিউটার টাইপ কৃত কাগজে নিজেকে নতুন করে আত্মপ্রকাশ করার লক্ষ্যে লেখেন, আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত।
Leave a Reply