বিশেষ প্রতিনিধি:: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন স্থায়ী কমিটি ও নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯নভেম্বর) সকাল ১০টায় রাইট টু গ্রো প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুল হক। এসময় রাইট টু গ্রো প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি ও ইউপি সদস্য আবু সাইদ, স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন স্থায়ী কমিটিসদস্যবৃন্দ সহ সকল ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ এবং সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় শিশু পুষ্টিখাতের বাজেট, স্যানিটেশন, পানি সরবরাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply