1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নে তথ্য সংগ্রহ শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল📰সাতক্ষীরা-২ আসনে কে কত সম্পদশালী, শিক্ষায় এগিয়ে কে?📰সাতক্ষীরায় সেনা অভিযানে মাদকসহ ৩জন গ্রেপ্তার📰আব্দুল আহাদ সরদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল📰সাতক্ষীরায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত📰ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কালিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত📰শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা সাবেক এমপি হাবিবের📰ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন’র কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হলেন সাতক্ষীরার সাংবাদিক তুহিন হোসেন📰সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নে তথ্য সংগ্রহ শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২৭ সংবাদটি পড়া হয়েছে

শিশুদের খেলাধুলায় ফেরাতে শিক্ষা অফিসারের বিশেষ উদ্যোগ
আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার ১০৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ পুনরুদ্ধার ও ব্যবহারযোগ্য করে তুলতে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। দীর্ঘদিন ধরে অধিকাংশ বিদ্যালয়ের খেলার মাঠ অব্যবহারযোগ্য থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ প্রেক্ষাপটে মাঠ উন্নয়ন ও কো-কারিকুলার কার্যক্রম জোরদারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা অনুশীলন নিশ্চিত করা হবে। পরিকল্পনা অনুযায়ী প্রতি বৃহস্পতিবার নির্ধারিত সময়ে কো-কারিকুলার কার্যক্রম হিসেবে খেলাধুলা ও শরীরচর্চা চালু রাখা হবে, যাতে শিক্ষার্থীরা নিয়মিত শারীরিক অনুশীলনের মাধ্যমে সুস্থতা ও শৃঙ্খলা বজায় রাখতে পারে। উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো মাঠ পুনরুদ্ধার করে ব্যবহারযোগ্যতায় ফিরিয়ে আনা।
সাতক্ষীরা জেলার বিদ্যালয় ও আশপাশের মাঠগুলোকে শিশু ও সাধারণ মানুষের খেলাধুলার উপযোগী করে তোলা হবে। পাশাপাশি মাঠে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং স্থানীয় কমিউনিটির অংশগ্রহণে মাঠ ব্যবস্থাপনা উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া শিশু ও যুবসমাজকে মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাÐ থেকে দূরে রাখতে খেলাধুলাকে কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও মনোসামাজিক স্বাস্থ্য উন্নয়নের পাশাপাশি নেতৃত্বগুণ, দক্ষতা ও ইতিবাচক সামাজিক আচরণ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে অংশগ্রহণমূলক ও সহায়ক পরিবেশ তৈরির কথাও জানানো হয়েছে। শিক্ষাবিদরা মনে করেন, কো-কারিকুলার কার্যক্রম না থাকলে শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নাটক, সংগীত, বিতর্ক ও চিত্রাঙ্কনের মতো কার্যক্রমের অভাবে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা কমে যায়। অতিরিক্ত পড়াশোনার চাপ মানসিক ভারসাম্য নষ্ট করে চাপ ও হতাশা বাড়ায় এবং আত্মবিশ্বাস হ্রাস পায়। একই সঙ্গে দলগত কাজ ও যোগাযোগ দক্ষতা গড়ে ওঠে না, যা সামাজিকীকরণে বাধা সৃষ্টি করে এবং অসামাজিক আচরণের ঝুঁকি বাড়ায়। খেলাধুলার অভাবে শারীরিক সক্রিয়তা কমে গিয়ে স্থূলতা ও শারীরিক দুর্বলতা দেখা দেয় এবং নেতৃত্ব, সময় ব্যবস্থাপনা ও সমস্যা সমাধানের মতো জীবন দক্ষতা অর্জন ব্যাহত হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও কার্যকর খেলাধুলার পরিবেশ নিশ্চিত হবে এবং প্রাথমিক শিক্ষার সামগ্রিক মান উন্নত হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে অপরিহার্য একটি স্থান। খেলাধুলার মাধ্যমে শিশুরা সুস্থতা অর্জনের পাশাপাশি নেতৃত্বের গুণাবলী ও দলবদ্ধভাবে কাজ করার সক্ষমতা বাড়াতে পারে। কিন্তু অনেক বিদ্যালয়ে মাঠের অভাব বা সংস্কারের ঘাটতির কারণে শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd