1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার আট থানাসহ দেশের ৫২৭ থানার নতুন ওসি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :

সাতক্ষীরার আট থানাসহ দেশের ৫২৭ থানার নতুন ওসি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বড় রদবদল করা হয়েছে। জেলা পর্বের পর এবার লটারির মাধ্যমে ৫২৭টি থানায় নতুন ওসি পদায়ন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ লটারির বিষয়টি মঙ্গলবার (২ ডিসেম্বর) নিশ্চিত করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম।
লটারীতে সাতক্ষীরা জেলার ৮টি থানার অফিসার ইনচার্জ (ওসি) এর দায়িত্ব পেয়েছেন সাতক্ষীরা সদর থানা মুহা. মাসুদুর রহমান, তালা থানা মো. শহিদুল ইসলাম, কলারোয়া থানা এইচএম শাহিন, কালিগঞ্জ থানা মো. জুয়েল হোসেন, আশাশুনি থানা শামীম আহমেদ খান, দেবহাটা থানা মো. জাকির হোসেন, পাটকেলঘাটা থানা এএইচএম লুৎফর কবির ও শ্যামনগর থানা মো. খালেদুর রহমান।
নির্বাচন ঘনিয়ে আসায় মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ছিল। জেলা পুলিশ সুপারদের বদলির পর ওসিদের রদবদলেও লটারির পদ্ধতি অনুসরণ করায় নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতিতে স্বচ্ছতার বার্তা দিতে চায় সরকার। নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী তফসিল ঘোষণার পর এমন পদায়ন করা যায় না, তাই আগেভাগে লটারি করে ওসি বদলি সম্পন্ন করা হয়েছে।
লটারির আগে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ এবং আগের সরকারের সময় নির্বাচনে অংশ না নেওয়া কর্মকর্তাদের তালিকা চেয়েছিল পুলিশ সদর দপ্তর। সেই তালিকার ভিত্তিতেই লটারি করা হয়। একটি পুলিশ সূত্র জানায়, “যোগ্যতা, অভিজ্ঞতা আর নিরপেক্ষতার বিষয়টি নিশ্চিত করেই তালিকা করা হয়েছিল।” তবে এই প্রক্রিয়ায় দেশের ১১০টি মেট্রোপলিটন থানাকে অন্তর্ভুক্ত করা হয়নি। এসব থানার পদায়ন সংশ্লিষ্ট কমিশনাররা অভ্যন্তরীণভাবে করে থাকেন।
পদায়নের বণ্টন অনুযায়ী ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮টি, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১টি এবং খুলনা রেঞ্জে ১০ জেলায় ৬৪টি থানায় নতুন ওসি দেওয়া হয়েছে। ময়মনসিংহ রেঞ্জের চার জেলায় ৩৬টি, বরিশাল রেঞ্জের ছয় জেলায় ৪৬টি, সিলেট রেঞ্জের চার জেলায় ৩৯টি, রাজশাহী রেঞ্জের আট জেলায় ৭১টি এবং রংপুর রেঞ্জের আট জেলায় ৬২টি থানায় নতুন পদায়ন হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে ৫২৭টি জেলা পর্যায়ের থানা এই লটারির আওতায় এসেছে। বাকি ১১০টি মেট্রোপলিটন থানায় আগের নিয়মেই পদায়ন করা হবে।
এর আগে ২৬ নভেম্বর লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদেরও বদলি করা হয়। গত অগাস্টে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে এসপি এবং ওসিদের লটারির মাধ্যমে বদলির নীতি গ্রহণ করা হয়েছিল। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগে এই বড় রদবদল সম্পন্ন করায় সরকারের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম ( এম এ- ক্রিমিনোলজি).....01748159372

alternatetext

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

সম্পাদক ও প্রকাশক:

সিনিয়র নির্বাহী সম্পাদক :

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd