শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা।
শনিবার (১৫ মার্চ) বিকেলে নুরনগর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইউনিয়ন জামায়াতের আমির ডাঃ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শেখ লিয়াকত হোসেন বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা ও সুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ। এছাড়া ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply