শ্যামনগর প্রতিনিধি: পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ডিআইজি,ব, খন্দকার মহিদ উদ্দিন বলেছেন সুন্দরবন এলাকার নিরাপত্তা লক্ষ্যে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। নিরাপত্তার স্বার্থে আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা শ্যামনগরে আরো একটি থানা ও একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাবনা দেওয়া হবে। একই সাথে এখানে পুলিশের একটি আধুনিক গেস্টহাউস নির্মাণ করা হবে। রবিবার ২ জানুয়ারি, সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে নির্মিত রিভারভিউ ঘাট উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, শ্যামনগরের সহকারী কমিশনার ভূমি মোঃ শহিদুল্লাহ ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোরশেদ প্রমূখ । পরে খুলনা রেঞ্জের ডিআইজি ড, খন্দকার মহিদ উদ্দিন সুন্দরবনের বিভিন্ন দৃষ্টিনন্দন স্পট পরিদর্শন করেন।
Leave a Reply