ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপের এবারের আসর থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে বাংলাদেশ। তবে এখনো সুপার ফোরের একটি ম্যাচ বাকি আছে টাইগারদের। ভারতের বিপক্ষে ম্যাচটি আগামী ১৫ সেপ্টেম্বর। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে গতকালের ম্যাচটি খেলেই পারিবারিক কারণে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম যা আগে থেকেই ঠিক করা ছিল। তবে মসুফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসানও।
মুশফিক এবং তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি দম্পতির সংসারে আসতে চলেছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। আর সন্তান জন্মের সময়টাতে নিজের স্ত্রীর পাশেই থাকত চান মুশফিক। এ কারণেই দলকে নিজের দেশে ফেরার কথা আগেই জানিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে গতকালের ম্যাচটির পরই দেশে ফেরার কথা ছিল তার। আর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই দেশে ফিরেছেন তিনি। কিন্তু সাকিব কেনও দেশে ফিরেছেন তা এখনো জানা যায়নি। তবে মুশফিক এবং সাকিব ভারত ম্যাচের আগে আবার দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। এ দুজনের একত্রে ১৩ সেপ্টেম্বর আবার কলম্বো ফেরার কথা রয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশ ইতিমধ্যেই ছিটকে গেলেও এখনো বাকি আছে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচটি। তবে রোহিত শর্মার দলের বিপক্ষে ম্যাচের আগে এখনো বাকি আছে পাঁচ দিন। আর টাইগারদের জন্য আজ থেকে তিন দিনের ছুটিও ঘোষণা করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই তিনদিন দলের সবাই যে যার মত সময় কাটাবেন বলে জানা গেছে।
এদিকে এ সময়টাতে সাকিব দেশে না ফিরলেও শ্রীলঙ্কায় থাকার কথা ছিল না। বিশেষ কাজে তার দুবাই যাওয়ার কথা ছিল বলে জানা গেছে। তবে বাজে পারফর্ম্যান্স করে দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় সে পরিকল্পনা বাতিল করেছেন তিনি। এদিকে বিশ্বসেরা অলরাউন্ডারের পরিবারও এখন ঢাকায় আছেন। তাই ছুটির সময়টা স্ত্রী-সন্তানের সঙ্গে কাটানোর জন্যই সাকিব দেশে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply