লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি)আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গনসংযোগ,মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার(০৬ ডিসেম্বর) সকাল ১০ টায় বড়দল ইউনিয়ন জামায়াতের আয়োজনে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েল স্কুল মাঠে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি সেকেন্দার আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি,চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক,সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার,উপজেলা সহ-সেক্রেটারী ডাক্তার রোকনুজ্জামান,ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা,প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ।
সকাল ১১টায় বড়দল সানা বাড়ি মসজিদে বড়দল ইমাম কল্যাণ পরিষদের আয়োজনে ও ইউনিয়ন জামায়াতের সহযোগিতায় ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইমাম কল্যান পরিষদের সভাপতি হাফেজ মারুফ বিল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল। সমাবেশে ইউনিয়নের ৪৯ টি মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন।
বেলা ১২ টায় বড়দল এডিবি ব্রিকসে কর্মরত শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন বড়দল ইউনিয়নের অবহেলিত গ্রামীণ সড়কগুলো মেরামত করবো,জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করবো,সমস্ত খাল উন্মুক্ত করার ব্যবস্থা করা হবে,সুপেয় পানির ব্যবস্থা করা হবে।কালকি স্লুইসগেট সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা সুগম করা হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,উপজেলা সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক,মেম্বার আব্দুর রশিদ,সাবেক মেম্বার হাফিজ রুহুল আমিন প্রমুখ। বিকাল ৪ টায় দক্ষিণ মাদিয়া মন্দির প্রাঙ্গণ ও সন্ধ্যা ৬ টায় চম্পাখালি মন্দির প্রাঙ্গনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে পৃথক দুটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন জামায়াত ক্ষমতায় গেলে সকল ধর্মের লোক সমান সুযোগ সুবিধা পাবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সবকিছু বন্টন করা হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ আনওয়ারুল হক,মাওঃ আতাউর রহমান,প্রভাষক দীপ্র কুমার মন্ডল,অরবিন্দু শীল,হরিপদ মন্ডল,মাস্টার সুভাষ চন্দ্র মন্ডল,রবিন্দ্র নাথ মন্ডল,পরিতোষ মন্ডল প্রমুখ। সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের ভোটারদের প্রতি আহ্বান জানান।
Leave a Reply