আবু সাঈদ: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহে শিক্ষক ও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহবায়ক নাজমুল হুদা রেজা সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাশদহা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আয়োজনে অত্র ইউনিয়ন পরিষদ হলরুমে মাগরিব এর নামাজ এর পর দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, জেলা সেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক এস এম মহাসিন আলম, সেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক খালিদ হাসান । সদস্য সচিব তহিদুর রহমান , বিএনপি নেতা আব্দুল্লাহ আল মানুন, বিএনপি নেতা এস এম সালাহ উদ্দিন , যুবদল সদস্য সচিব মোরশেদ আলম স্বপন, বিএনপি নেতা আহসানুর রহমান পল্টু, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন প্রমূখ। সভায় বক্তাগণ বলেন দেশের তিন তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে শনিবার সন্ধ্যায় বাশদহা ইউনিয়নের রেউই বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাশদহা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন যুবদল নেতা আলিমুজ্জামান আলিম ও দোয়া মোনাজাত পরিচালনা করে অসুস্থ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন মাওলানা শাহজাহান আলী ও মাওলানা মোস্তফা কামাল।
Leave a Reply