প্রতাপনগর প্রতিনিধি: প্রতাপনগরে রাতের আঁধারে কৃষকের ৪০-৫০ মণ তরমুজ কেটে নষ্ট করে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতাপনগর নাকনা গ্রামের গোয়াকাটি মৌজার গড়ুইমহাল খালপাড় বিল মাঠের ক্ষেতে এ ঘটনা ঘটে। সরেজমিনে যেয়ে ক্ষেত মালিক মাও. আব্দুর রশিদ ও ম্যানজার শফিকুল ইসলাম মল্লিক ফারুকীর সূত্রে জানা যায়, এ ঘটনার একদিন পূর্বে খামারের ম্যানেজারের অনুপস্থিতিতে পার্শ্ববর্তী অল্প বয়সী তিন কিশোর খেতে প্রবেশ করে ইচ্ছা মতো তরমুজ খায়। তাঁরা চলে যাওয়ার সময় তিনজন আরও তিনটি তরমুজ নিয়ে ক্ষেত থেকে বের হওয়া মুহূর্তে খামার ম্যানেজার ফারুকী তাদেরকে দেখে ফেলে।
অতঃপর ঐ তরমুজ তাদেরকে খাওয়ায় এবং তাদের অভিভাবকদের জানাই। ঠিক তার একদিন পর ক্ষেতের প্রায় ৪০/৫০ মণ তরমুজ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কেটে নষ্ট করে ফেলে রেখে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। কৃষকের এহেন ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক।
কৃষক মাও. আব্দুর রশিদ হতাশার সুরে বলেন, লবণাক্ততার মধ্যে এ এলাকায় শুধুমাত্র আমি সম্পূর্ণ নতুন করে তরমুজ চাষ করে সফল হওয়ার চেষ্টা করছিলাম। ক্ষেতে প্রচুর তরমুজ হয়েছে। মনে হচ্ছিল অনেক লাভবান হবো কিন্তু আমার দুর্ভাগ্য দুর্বৃত্তরা সব শেষ করে দিলো। তাই দোষীদের ধরে ক্ষতিপূরণ আদায় করতঃ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন পুলিশ প্রশাসনের কাছে।
Leave a Reply