স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার কালিগঞ্জের সাংবাদিক জি এম মামুনকে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ পত্রিকার সকল নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।
বাংলাদেশের বৃহৎ মানবাধিকার সংস্থা “ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন (WHRO) এর কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক জিএম মামুন।
সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের জিএম সাকির আহমেদ বাবুলের ছেলে ও জাতীয় দৈনিক আমাদের দেশ ও গণ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। মানবাধিকার সংস্থা ” ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আমিন মহাসচিব মোঃ আনিছুর রহমান স্বাক্ষরিত প্যাডে সহ-সম্পাদক হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশনের সহ সম্পাদক সাংবাদিক জিএম মামুন বলেন, আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট হতে হবে। মানবাধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে “ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশনের পতাকাতলে আমি সমবেত হয়েছি। আমাদের এই মানবাধিকার সংস্থা সারা বাংলাদেশ এবং বহির্বিশ্বে নির্যাতিত , নিপীড়িত মানুষের পক্ষে কর্মকান্ড পরিচালনা ও সকল স্তরে মানবাধিকার লংঘনের বিরোদ্ধে পারিবারিক, সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তুলে মানবাধিকার বাস্তবায়ন, উন্নয়ন এবং অধিকার বঞ্চিত মানুষের মৌলিক, সামাজিক, পারিবারিক অধিকার সুরক্ষা প্রদান করে থাকে। এছাড়া সরকার কৃর্তক দেওয়া নাগরিকদের সুযোগ সুবিধা প্রাপ্তির আইনগত সহায়তাদান ও সংরক্ষনের কাজে নিয়োজিত রয়েছে। আসুন সবাই যারযার অবস্থান থেকে সাধ্যমত মানবাধিকার রক্ষায় কাজ করি। প্রতিদিন অন্তত একটি হলেও ভালো কাজ করি। ভালো কাজের জন্য একে অপরকে উৎসাহিত করি।
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ তুহিন হোসেন, সম্পাদক মণ্ডলীর সভাপতি- এম এ কাশেম, সিনিয়র নির্বাহী সম্পাদক- মীর মাহবুব হাসান, ব্যবস্থাপনা সম্পাদক- আবু সাঈদ, বার্তা সম্পাদক- মোঃ শাহিনুর ইসলাম ও খায়রুল বাসার, কে এম রেজাউল করিম, আব্দুল মোমিন, কাজী মারুফ হোসেন, জি এম রাজু আহমেদ রাজু কালিগঞ্জ, ইয়াছিন আলী, আব্দুল হাফিজ, মো: হাবিবুল্লাহ , মো: কবির হোসেন, মাওলানা ফরিদ হোসেন, খায়রুল ইসলাম, ফয়সাল হাবিব, কাজী সোহাগ পাইকগাছা, মোঃ ইব্রাহিম সানা পাইকগাছা, মনজুর কাদির, সেলিম হোসেন চুকনগর, আলম হোসেন কলারোয়া, মোঃ মিজানুর রহমান ও আবুল হোসেন, গোবিন্দ কুমার রায়, জহর হাসান সাগর, প্রমূখ।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে সংগঠনটি নতুন উচ্চতায় পৌঁছাবে। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন জিএম মামুন সাহেবকে সুস্থতা, দীর্ঘায়ু ও সাফল্য দান করেন এবং এই মহান দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করেন। আমিন।
Leave a Reply