শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী নদীর চরের গাছ থেকে বিবস্ত্র অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি নিয়ে চলছে নানা গুঞ্জন।
উদ্ধারকৃত যুবক শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মৃত জবেদ আলী গাজীর পুত্র মোঃ ইয়াছিন গাজী (৩৮)। একাধিক সূত্রে জানা যায়, ইয়াছিন পেশায় একজন ভাটা শ্রমিক। তার পিতা মাতা অনেক আগেই মৃত্যু বরণ করেছে। ইয়াছিনের দুই স্ত্রী ও দুই সন্তান। প্রথম স্ত্রীর সাথে বিগত তিন বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তী ২য় বিবাহ করে।
২য় বিয়ের পর হতে তাদের সংসারে অশান্তি বিরাজ করে আসছিল। রবিবার ইয়াছিন ভাটা হতে নিজ বাড়িতে আসে। রাতে সে বাড়ি হতে বের হয়ে যায়। সকালে স্থানীয়রা কালিঞ্চী নদীর চরে একটি গাছে ইয়াছিনের লাশ বিবস্ত্র অবস্থায় ঝুলতে দেখে। সংবাদ পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ইয়াছিনের মৃত্যুর বিষয়টি নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, সেটি নিয়ে চলছে নানা আলোচনা।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থল হতে ইয়াছিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আপতত আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply