জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। এর আগে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ এবং সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, হ্যাচারি কর্মকর্তা আজারুল হক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম। বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের সময়োপযোগী উদ্যোগের ফলে মাছ উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বে গৌরবময় অবস্থানে পৌঁছেছে। মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার, সচেতনতা বৃদ্ধি এবং অবৈধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। পরে সফল মৎস্য চাষি ও মৎস্য খাতের সাথে জড়িত উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন কমিটি, কালিগঞ্জ, সাতক্ষীরা-এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
Leave a Reply