জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা কালিগঞ্জের, কৃষ্ণনগর ইউনিয়নের, সোতা গ্রামের চাষী,নেছার আলী গাজীর, বিক্রয়ের উপযোগী এক বিঘা জমির (ভেন্ডি/ঢেঁড়স) ক্ষেত,বিষাক্ত বিষ প্রয়োগের মাধ্যমে, সব ভেন্ডি গাছ মেরে ফেলার,অভিযোগ তুলেছে তারিই পার্শ্ববর্তী, আর এক চাষী ও নব্য কাঁচামাল ব্যবসায়ী,হোসাইন বিরুদ্ধে, ঘটনার বর্ণনা দিয়ে, চাষী নেছার আলী, সাংবাদিকদের জানান,অভিযুক্ত নব্য কাঁচামাল ব্যবসায়ী হুসাইন এর কাছে ভেন্ডি বিক্রয় না করার কারণে,সে প্রতিহিংসা মূলক ভাবে তার,এই ভেন্ডি ক্ষেত বিষ প্রয়োগের মাধ্যমে তিন লাখ টাকার ক্ষতি করেছে, পরবর্তীতে তার বিরুদ্ধে স্থানীয়ভাবে অভিযোগ করলেও, এখনো পর্যন্ত কোন ক্ষতিপূরণ বা বিচার পাইনি, তাই সর্বস্বান্ত ও নিরুপায় হয়ে, চাষী নেছার আলী গাজী কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন, এবং সঠিক বিচার ও ক্ষতিপূরণ পাওয়ার আশায়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply