আজকোর সতক্ষীরা দর্পণ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরার কাটিয়া নবনূর এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত মাহফিলে দলীয় নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবদলের সদস্য সচিব মাছুম রানা সবুজ। প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুর রউফ।
দোয়া মাহফিলে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য মাছুম বিল্লাহ শাহিন, যুবদলের সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ওলামাদলের সেক্রেটারি সাইফুল্লাহ কাফী। শেষে ওলামাদলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করা হয়।
Leave a Reply