আশাশুনি প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাতক্ষীরা জেলা বিএনপি পক্ষ থেকে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বেড়ী বাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নেতৃবৃন্দ আনুলিয়া ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন, ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেওয়া হয় এবং ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ কার্যক্রমে ত্রাণ সামগ্রী প্রদান করেন সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ডাঃ মোঃ শহিদুল আলম,জেলা বিএনপির ও আর্থিক সহায়তা প্রদান করেন দেবহাটা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও জেলা সদস্য সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন সিদ্দিকী। প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জেলা বিএনপির সদস্য সম হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য আসিফুর রহমান তুহিন, আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, দেবহাটা বিএনপির মাসুম বিল্লাহ, জাকির হোসেন, কামাল হোসেন, রাজীব হোসেন রাজু, রিয়াজুল মোল্যাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ২৫০ পরিবারকে চাল, ডাল, তেল, আলু, চিনি, পেয়াজ, পানি এবং ৯০ পরিবারকে ২৭ হাজার টাকা প্রদান করা হয়।
Leave a Reply