জাহাঙ্গীর সরদার, বিশেষ প্রতিনিধি : ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৫টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক অডিটোরিয়ামে সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সম্মিলিত কুরআন পাঠ অনুষ্ঠিত হয়।
কামালনগর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা কোরআন তেলাওয়াত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি।
তিনি বলেন, দেশনেত্রীর সুস্থতা আমাদের শক্তি, আমাদের অনুপ্রেরণা। আমার বিশ্বাস তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন। প্রতিটি নেতাকর্মী আজ তাঁর জন্য দোয়া করছে।
সম্মিলিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
এ সময় তিনি বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন। সারা দেশের মানুষ আজ তাঁর সুস্থতা নিয়ে উদ্বিগ্ন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন- এই কামনায় আমরা সবাই দোয়া করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, কৃষকদল নেতা মাসুম বিল্লাহ শাহীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এড. আকবর আলী, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা প্রমুখ।
জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, পৌর মহিলা দলের সভাপতি উম্মে কুলসুম, সাধারণ সম্পাদক জোহরা আক্তার, মহিলা দলনেত্রী মৌমি কুইন সাথীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা বিশেষ মোনাজাত পরিচালনা করেন পৌর মসজিদের ইমাম হাফেজ মাওলানা আনাস আব্দুল্লাহ।
Leave a Reply