বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ১১নং রতনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এম আলিম আল-রাজি টোকন নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করাই ৯নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (০৩রা ডিসেম্বর) শিবপুর ও মারেঙ্গায় এম আলিম আল-রাজি টোকন কে সংবর্ধনা দেওয়া হয়। এর পর সন্ধ্যা ৬.৩০ ঘটিকা থেকে রাত ১০.০০টা পর্যন্ত জারি গান উপভোগ করেন তিনি।
নৌকা প্রতীকের চেয়ারম্যান টোকন এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নক্ষত্র নিউজ ২৪ এর সম্পাদক ও প্রকাশক, দৈনিক আজকের সাতক্ষীরা প্রত্রিকার বার্তা সম্পাদক ও জেলা সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা এর সাধারণ সম্পাদক মোঃ তুহিন হোসেন, ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ দিদার হোসেন, ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য শ্রী বাবু পরেশ চন্দ্র মিস্ত্রি, ইউপি সদস্য আহসানুল হাবিব শিশির, ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজন, ইউপি সদস্য সেলিম আহমেদ, আরোও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল, আওয়ামী লীগের প্রবীণ নেতা নজির আহমেদ, ও আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সভাপতি নকিমুদ্দিন মোল্লা।
Leave a Reply