তুহিন হোসেন/ আবু বক্কার সিদ্দিক হিরা:
হবিগঞ্জ সদর হাসপাতালে টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলাম নিহত হওয়ার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তির দাবিতে সাতক্ষীরাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলার সর্বস্তরের মেডিকেল টেকনোলজিষ্ট (কারিগরি/আইএইচটি) ও টেকনোলজি শিক্ষার্থীসহ (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় খুলনা মোড়স্থ সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিটিইবিএমটিএস সাতক্ষীরা জেলার সভাপতি মোঃ আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, পবিত্র মন্ডল, প্রচার সম্পাদক মোঃ লুৎফর রহমান (মুন্না) সহ বক্তারা বলেন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) মোঃ সাইফুল ইসলামকে করোনা স্যাম্পল কালেকশন দেরি হওয়ায় প্রকাশ্যে পিটিয়ে হত্যা করছে।
আরোও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদের সাতক্ষীরা জেলার সভাপতি রাবিন্দ্রনাথ ঘোষ, সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদের সভাপতি ও মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের ইনচার্জ মোঃ আব্দুল হালিম, প্যাথলজি বিভাগের ইনচার্জ সুব্রত ঘোষ, সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জাকির হোসেন প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সকল বেসরকারি প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলজিষ্টবৃন্দ এবং বিটিইবিএমটিএস এর সদস্যবৃন্দ।
এসময় বক্তারা হবিগঞ্জে সরকারী দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী হামলায় টেকনোলজিস্ট সাইফুল ইসলাম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবী করেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী লাগাতার কর্মবিরতি ও কঠোর আন্দোলনের হুশিয়ারি প্রদান করেন।
Leave a Reply