নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বন্ধন টেলি মিডিয়া ২ টি নাটকের শুটিং সম্পন্ন। জনপ্রিয় সংস্কৃতিতে ৩৬ জুলাই বলতে ২০২৪ সালের ৫ আগস্টকে নির্দেশ করে , ৩৬ শে জুলাইয়ের প্রেক্ষাপটে নিয়ে দুইটি নাটকের শুটিং সম্পন্ন বিশিষ্ট টিভি নাট্য পরিচালক ও দক্ষিণ অঞ্চলের লুকায়িত প্রতিভা বিকাশের অন্যতম কৃতি সন্তান মুসা করিমের চিত্রনাট্য ও পরিচালনায় সাতক্ষীরার বিভিন্ন মনোরম দৃশ্য সম্মানিত এলাকার চিত্রায়ণে শুটিংয়ে শুটিং সম্পন্ন হল নাটক স্বাধীনতার সাদ ও আমি স্বাধীন বিশিষ্ট নাটকের অভিনেতা রুহুল আমিন ময়নাও তরুণ নাট্যকার অভিনেতা টিপু সুলতানের রচনা ও বন্ধন টেলি মিডিয়ার ও শিল্পী সংসদের প্রযোজনায় উক্ত নাটক দুটির শুটিং কার্যক্রম শেষ হলো স্বাধীনতার স্বাদ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইকবাল, ময়না ইব্রাহিম, অণজিৎ মন্ডল ডেজি শহিদুল অন্য বিশ্বাস কেডি, হযরত, সৈকত,অতুল কুমার ঘোষ, নুরুল হুদা প্রমূখ। আমি স্বাধীন নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টিপু, পপি, রুহুল আমিন ময়না, অতুল কুমার, অনুজিয়ৎ, ইকবাল, সৈকত, নাজিম, শহিদুল, ফুল, হযরত,, ইব্রাহিম প্রমূখ নাটক দুটি লাইভ প্রচার করেছেন ইউটিউবার আসিফুল আলম আসিফ নাটকের সংগীতে কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী জাহিদ হাসান, টিপু সুলতান, সৈকত, হযরত আলী, আরাফাত হোসেন প্রমূখ। নির্মিতা মুসা করিম বলেন সমসাময়িক ছাত্র জনতার বিপ্লব ও ফ্যাসিবাদের দুঃশাসনের চিত্র শহর ও গ্রাম অঞ্চলের আন্দোলনের বিজয় গাঁথা স্মৃতি ও ঘটনা নিয়ে নির্মিত নাটক দুটি দর্শকদের ভালো লাগবে নির্মাণ শেষে আশা করছি জাতীয় পর্যায়ের কোন স্বনামধন্য চ্যানেলে প্রচার হবে। যারা নির্মাণে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।
Leave a Reply