নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ২ ও ৪নং ওয়ার্ডের ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ২নং ওয়ার্ডের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির পিছনে কাজলের বাড়ি হতে মুকুলের বাড়ি পর্যন্ত সিসি ঢালাই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভা ও ব্রাক ইউডিপি’র যৌথ অর্থায়নে ৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা ব্যায়ে ৩৯৫ ফুট এ সিসি ঢালাই ড্রেনটি নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, উপ সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. হাসান আলী, প্রোগ্রাম অর্গানাইজার মো. রাশিদুল হাসান, মো. শরিফ উল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অপরদিকে, মঙ্গলবার সকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর ঝিলপাড়া আবুলের মোড়ের লুৎফরের দোকান হতে মঞ্জুরের বাড়ির সামনে পর্যন্ত সিসি ঢালাই ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভা ও ব্রাক ইউডিপি’র যৌথ অর্থায়নে ২ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা ব্যায়ে ২০৮ ফুট রাস্তা ও স্বাবসহ সিসি ঢালাই ড্রেনটি নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, উপ সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. হাসান আলী, প্রোগ্রাম অর্গানাইজার মো. রাশিদুল হাসান, মো. শরিফ উল আজাদসহ ৪নং ওয়ার্ডের সিডিও সদস্যবৃন্দ।
Leave a Reply