নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘোনা বিজিবি ক্যাম্প মোড়ে ঘোনা ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘোনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, জামায়াত মনোনীত সাতক্ষীরা-২ আসনের (দাঁড়ীপাল্লা) প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক,জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা জামায়াতে আমীর মাওলানা মোশাররফ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,বৈকারী ইউনিয়ন জামায়াতের আমির মো. জালালউদ্দিন, ঘোনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি প্রভাষক মুক্তারুল ইসলাম, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি প্রভাষক রাসেল ইকবাল, সহকারী সেক্রেটারি তোফায়েল আহমেদ সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। ইসলামী আদর্শভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে ত্যাগ, ধৈর্য ও সুদৃঢ় সংগঠনের কোনো বিকল্প নেই। দেশের বর্তমান সংকট উত্তরণের জন্য জনগণের অধিকার আদায়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, মুসলিম জাতির সকল ভেদাভেদ হলে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে সুন্দর একটি সমাজ গঠন সহজ হবে।এছাড়া ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ ও গুণাবলী তুলে ধরেন।
Leave a Reply