এস, এম, ফিরোজ হোসেনঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ প্রতিরোধ কমিটি আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় কাঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।৩০ মে (মঙ্গলবার) প্রথম পর্বে নূরনগর আশলতা মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে ৭২- ৮২পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। রমজান নগর তোফাজ্জল বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয় এর বিপক্ষে ৫৭-৮০ পয়েন্ট এর ব্যবধানে জয়লাভ করে ফাইনালে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর বিপক্ষে ৭৬-৮৩ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন। বিচারকের দায়িত্ব পালন করেন ওসিসি প্রণব বিশ্বাস, সাবেক সহকারী অধ্যাপক শাহানা হামিদ, প্রভাষক মানবেন্দ্র দেবনাথ, মডারেটর ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম।
এ সময় উপজেলা দুর্নীতি দমন কমিটি সেক্রেটারী কৃষ্ণানন্দ মুখার্জি, কাঁঠালবাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, সহকারী শিক্ষক আনন্দ কুমার মালো, ইয়াছিন আল ফারুক সহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয় এর ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আরিয়া বিনতে আজাহার।
Leave a Reply