শেখ আব্দুস সালাম শ্যামনগর থেকে: ইতিহাস,ঐতিহ্য সংগ্ৰাম-সাফল্য ও গৌরবের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কেক কাটা বর্ণালী র্যালিও আলোচনা সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বর্ণাঢ্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি সাতক্ষীরা -৪ শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি। তিনি তার বক্তৃতায় বলেন একজন বঙ্গবন্ধু আওয়ামী লীগের মতন বৃহত্তর রাজনৈতিক একটি দল তৈরি করে তৎকালীন অপ-শাসকদের রক্ত চক্ষু উপেক্ষা করে লড়াই সংগ্রাম করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। আর তার কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জীবন পণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর তাই আজ তার কর্মী হিসেবে আমরা গর্বিত। এবং আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার উদত্ত আহবান জানান।
অনুষ্ঠানের সঞ্চালক শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, শ্যামনগর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন তার বক্তৃতায় আওয়ামী লীগের গৌরবময় ইতিহাস ঐতিহ্য সাফল্য তুলে ধরেন এবং জননেত্রী শেখ হাসিনা সরকারের রাষ্ট্র পরিচালনায় সাফল্যের বিভিন্ন দিক জনগণের মাঝে তুলে ধরে সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। এবং আজকের অনুষ্ঠানকে সাফল্য করার জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে- অধ্যক্ষ জাফরুল আলম বাবু, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে- অ্যাডভোকেট তপন কুমার দাস,স ম আব্দুস সাত্তার, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে-প্রভাষক সুশান্ত বিশ্বাস বাবুলাল, গোলাম মোস্তফা বাংলা, প্রভাষক ওলিউর রহমান।শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস -চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ ও খালেদা আয়ুব ডলি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির সহ শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকের আলোচনা সভাকে জনসমুদ্রে রূপান্তরিত করেন।
Leave a Reply