এস, এম, ফিরোজ হোসেন-শ্যামনগর ব্যুরো চীফঃ সাতক্ষীরার শ্যামনগরে অবসর প্রাপ্ত ১৮ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।১৮ মার্চ (শনিবার)বেলা ১১টায় শ্যামনগর মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি(তহবিল) এর আয়োজনে গুমান্তলী ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অবসর প্রাপ্ত মাদ্রাসার অধ্যক্ষ, সুপারঃ ও সহকারি শিক্ষক সহ ১৮ জন কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সমিতিতে তাদের জমাকৃত টাকা লভ্যাংশসহ প্রদান করা হয়। শ্যামনগর মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি(তহবিল) এর সহ-সভাপতি ও নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরীয়া সিনিয়র(ফাজিল) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা অহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি গুমান্তলী ফাজিল মাদ্রাসার সভাপতি-বিশিষ্ট ব্যবসায়ী এস, এম, জিয়াউল হক (পলাশ), বিশেষ অতিথি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস খায়রুল বাসার, অধ্যক্ষ আবুল কালাম সামছুদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন। অবসর প্রাপ্ত শিক্ষকমন্ডলীরা হলেন- অধ্যক্ষ মাওলানা আব্দুল মুহিত, অধ্যক্ষ রুহুল কুদ্দুস, সুপারঃ মাওলানা নওশেরুজ্জামান, সহকারি মৌলভী/সহকারি শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, নাজমুল হুদা, গোলাম সরোয়ার, আব্দুস সামাদ, মোঃ নুরুল্লাহ, মোঃ হাবিবুল্লাহ ইউনুছ আলী, আব্দুর রাজ্জাক, আব্দুর রউফ, আকবর হোসেন, আব্দুল মাজেদ, আব্দুল গণি,মুনছুর আলী, মোরশেদ আলী ও মোস্তফা মিজানুর রশিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন-সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা ইঊনুছ আলী ও সুপারঃ মাওলানা একরামুল কবীর।
Leave a Reply