এস, এম, ফিরোজ হোসেনঃ সাতক্ষীরার শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১১ ফেব্রæয়ারি দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশের অংশ হিসেবে শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শ্যামনগর মাইক্রোবাস স্ট্যান্ড চত্বরে শান্তি সমাবেশে শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি.এম আকবর কবীরের সভাপতিত্ব করেন। অনিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস. এম. জগলুল হায়দার। তিনি বলেন, যে সকল বিএনপি নেতাকর্মীরা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছেন তারা সতর্ক হয়ে যান। বাংলাদেশ আওয়ামী লীগ এখন অত্যন্ত শক্তিশালী। সকল ধরনের ষড়যন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে শক্ত হাতে প্রতিহত করা হবে। কেহ নৈরাজ্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম, আতাউল হক দোলন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জি,এম রেজাউল করিম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ভবতোষ মন্ডল, , শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু, শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান, মহিলা আওয়ামীলীলীগ নেত্রী ইউপি সদস্য মিসেস দেলোয়ারা বেগম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক লায়েচ, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাজমুল হাসান সাদ্দাম,সদর যুবলীগের সভাপতি হাসানুজ্জামান হাসান, যুবনেতা সুমন হোসেন, এস,এম ফেরদৌস হায়দার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সুজন প্রমূখ। এ সময় দলীয় ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply