শেখ আব্দুস সালাম শ্যামনগর থেকে: শ্যামনগর ফুটবল একাডেমির আয়োজনে ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উভয় দলে দেশী ও বিদেশি প্লেয়ারদের সমন্বয় গঠিত,যার এক দিকে ছিল শ্যামনগর ফুটবল একাডেমী এবং অপর দিকে গাজির হাট ফুটবল একাদশ। নকিপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন- সাতক্ষীরা ৪ শ্যামনগর এবং কালিগঞ্জ আংশিক আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য-জননেতা জনাব এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাতক্ষীরা জজ কোর্টের নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার্স ইনচার্জ মোঃ কালাম আজাদ,উপস্থিত ছিলেন নওয়াবেকী মহাবিদ্যালয় অধ্যক্ষ জুলফিকার আলী মেহেদী লিটন,আরো উপস্থিত ছিলেন শ্যামনগর বালিকা বিদ্যালয় সম্মানিত প্রধান শিক্ষক জনাব কৃষ্ণ নন্দ মুখার্জি,শ্যামনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ জাবের হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, ভুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন লাভলু, রমজান নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পতিত মন্ডল,মহিলা ইউপি সদস্য দেলোয়রা বেগম সহ আরো অনেকে খেলাটি উদ্বোধন করে অতিথি মন্ডলী রা লক্ষ লক্ষ দর্শকের মাঝে বসে খেলাটি উপভোগ করেন। খেলাটি পরিচালনা করেন তৈয়বুর রহমান বাবলু এবং তার সহকারী হিসেবে ছিলেন জাহাঙ্গীর কবির ও ইলিয়াস হোসেন এবং খেলা শেষে মাননীয় প্রধান অতিথি উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন খেলার ফলাফল গাজির হাট ফুটবল একাদশ ২-০ শূন্য গোলে জয় লাভ করে।
Leave a Reply