শিমুল হোসেন, কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলার নলতা শহীদ জাহেদার ২৬তম মৃত্যুবাষির্কী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ শে জুলাই) বিকাল ৫টায় জাহেদার নগর সংলগ্নে জাহেদার পুত্র আলম হোসেন এর সভাপতিত্বে ও বাইজিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য দেন, শহীদ জাহেদার পুত্র ও জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী এরশাদের পালিত সন্তান আরমান এরশাদ।
উক্ত স্মরণ সভা অনুষ্ঠানে কালিগঞ্জ ও দেবহাটা ভূমিহীন নেতৃবৃন্দ সম্মিলিতভাবে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম,আব্দুর রহিম পাড়,এবাদুল ইসলাম, বাবুর আলী গাজী, হাবিবুল্লাহ পাড়, মনিরুল ইসলাম পাড়, ইউপি সদস্য শওকাত আলী, মোকসেদ মোড়ল, সোলায়মান আলী, মোহাম্মদ আলী,সেকেন্দার আলী পাড়, শওকাত সরদার, করিম পাড়, হোসেন আলী,রেজাউল সরদার,আব্দুর জব্বার,ইব্রাহিম পাড়, অহেদ আলী গাজী, আজগার আলী মোড়ল, জিহাদ আলী শেখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, আজিজ সরদার,মহাতাপ আলী,আবু হানিফ, আলহাজ্ব আব্দুল কালাম প্রমুখ।উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভাঙনমারী বায়তুল করিম জামে মসজিদের ইমাম আব্দুর রউফ।বক্তারা বলেন, শহীদ জায়েদার মৃত্যুবার্ষিকী আমরা ইতিপূর্বে একসাথে জায়েদের কবরস্থানের পাশে পালন করে আসতাম। কিন্তু বিগত সাত বছর যাবত বিভিন্ন গ্রামের মসজিদে পালিত হয়ে এসেছে আমাদের নেতৃবৃন্দের পরিচালনার ঘাটতিতে। তবে ২৬ তম মৃত্যুবার্ষিকীতে আমরা সকলেই মিলে একান্ত প্রচেষ্টায় পূর্বের মতো কবরস্থান সংলগ্ন মৃত্যুবার্ষিকী পালন করব ২৭ শে জুলাই ।
Leave a Reply