তুহিন হোসেন সাতক্ষীরা থেকে:
কালিগঞ্জের ০৮টি ও শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নসহ মোট ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত সাতক্ষীরা-৪ আসন। সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ উপজেলার আংশিক) আসনে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মাসুদা খানম মেধা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের জন্য শ্যামনগর-কালিগঞ্জ উপজেলার আংশিক আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। বর্তমানে শেখ মাসুদা খানম মেধা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। পারিবারিকভাবে আওয়ামী পরিবারের সন্তান শেখ মাসুদা খানম মেধা। ১৯৭৬ সালে গোপালগঞ্জ জেলার মানিকহার গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম শেখ আবুল হোসেনসহ পরিবারের সদস্যদের অনুপ্রেরণাতে ৯০ এর দশকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন শেখ মাসুদা খানম মেধা। পরে ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। পর্যায়ক্রমে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটিতে সদস্য পদ লাভ করেন। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।এ ছাড়াও রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ার সুবাদে বহুবার হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি।
শেখ মাসুদা খানম মেধা দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ এর প্রতিনিধি সাথে সাক্ষাৎকার এর সাময় তিনি বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শের মানুষ‘ আমি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত এবং শেখ হাসিনার সততার নীতিতে বিশ্বাসী একজন আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন।এই বিষয়টি সবাইকে জানাতে চাই। যে যার জায়গা থেকে সবাই এটা করতে পারেন। আমি মানুষের সেবা করতে চাই। রাজনীতি বলতে আমি মানুষের সেবা করাকে বুঝি।’‘বঙ্গবন্ধু নিজের জীবন, যৌবন ত্যাগ করে, পরিবারকে সময় না দিয়ে নিজেকে উৎসর্গ করেছেন। এই বিষয়টিকে আমি রাজনীতি হিসেবে দেখি।’ আমি সবসময় জনগণের পাশে থেকে সেবা করবো। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করবে জনগণ। তিনি আরোও বলেন, ‘ইনশাআল্লাহ, জনগণ আওয়ামী লীগকে তাদের ভোট দিয়ে সেবা করার সুযোগ দেবেন।
সাতক্ষীরা-৪ আসন মূলত অসংখ্য নদ-নদী দিয়ে বেষ্টিত। সুপেয় পানির সংকট, নদী ভাঙনসহ নানাবিধ সমস্যায় জর্জরিত হওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জীবনযাপন। এই আসনে উপকূলীয় অঞ্চলজুড়ে বসবাসরত সিংহভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। সরকার, বিভিন্ন এনজিও সংস্থা, সেচ্ছাসেবী সংগঠন উপকূলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ ছাড়াও ব্যক্তি পর্যায়ে অনেকে উপকূলের মানুষের পাশে থেকে কাজ করে। ওই আসনে বসবাসরত মানুষেরা দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে জানান ব্যক্তি পর্যায়ে যারা উপকূলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেন তাদের মধ্যে অন্যতম একজন শেখ মাসুদা খানম মেধা।
মাসুদা খানম মেধা প্রসঙ্গে কুশুলিয়া ইউনিয়নের যুবলীগ মোঃ সুলতান আহম্মেদ দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, সাতক্ষীরা-৪ আসনে বেশ জনপ্রিয় একজন শেখ মাসুদা খানম মেধা। তাকে কোনো কিছু বলা লাগে না। রাজনৈতিক নেত্রী হিসেবে তিনি যেমন দক্ষ ও কর্মীবান্ধব ঠিক তেমনি ভাবে মানবিক ব্যক্তি। কারও সমস্যার কথা যখন তিনি অবগত হন তখন তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেন। বর্তমানে যারা দায়িত্বে আছেন জনগণের প্রতিনিধি হিসেবে তারাও মাসুদার চেয়ে অনেকাংশে পিছিয়ে রয়েছেন বলে দাবি করেন তিনি।
১১ নং রতনপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক জি এম রাজু আহমেদ দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, যদি যোগ্যতা দ্বারা পরিমাপ করা হয় তাহলে শেখ মাসুদা খানম মেধা কোনো অংশে কম নয়। একটি ব্যাংকে চাকরি করলেও তিনি কখনও জনসেবা থেকে পিছপা হননি। তিনি দাবি করেন, আপনারা গণমাধ্যম কর্মী খোজঁ নেন তাহলে আপনারাও আমাদের সাথে একমত হবেন যে একজন নেত্রী ও ব্যক্তি হিসেবে শেখ মাসুদা খানম মেধা কতটুকু জনপ্রিয়। তিনি আরোও বলেন, এই আসনে তৃণমূলের নেতা-কর্মীরা বিভক্ত। এখানে যেমন জামায়াতের প্রভাব আছে তেমন জাতীয় পার্টির। এ কারণে যদি দল বিতর্কিত ও জনগণ থেকে বিচ্ছিন্ন কাউকে মনোনয়ন দেয় তাহলে তৃণমূলের বিভক্ত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করা অনেক কঠিন হয়ে যাবে।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতারা জানান, বর্তমানে শ্যামনগর-কালিগঞ্জ উপজেলার আংশিক সাতক্ষীরা-৪ আসনের রাজনীতি ঘৃর্ণীত পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন কারণে দলীয় নেতা-কর্মীরা আজ বিভক্ত। সবাই ক্ষমতা ধরে রাখতে মরিয়া। তবে এখন নতুনদের সুযোগ দেওয়া দরকার। তা না হলে ভর্বিষতে আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে আওয়ামী লীগ। ঘৃর্ণীত এই রাজনীতির অবসান চেয়ে তারা আরোও বলেন, এতোটাই ঘৃর্ণীত পর্যায়ে পৌঁছেছে যে কোনো মনোনয়ন প্রত্যাশী যদি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারণা বা তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করার উদ্যোগ নেন সেখানে দলীয় নেতা-কর্মীদের না যেতে অপরপক্ষ হুমকি-ধামকি দেয়।
শেখ মাসুদা খানম মেধা প্রসঙ্গে সাতক্ষীরা-৪ আসনের জনগন দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, নিঃসন্দেহে মাসুদা আপা একজন জনপ্রিয় কর্মীবান্ধব নেত্রী। দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে বিতর্কিত কেউ মনোনয়ন পেলে আমরা হয়তো দলের স্বার্থে তাকে সমর্থন করব। তবে সাধারণ জনগণ কী করবে সেটা বলা মুশকিল। এ কারণে, আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা আপা সবকিছু বিবেচনা করে যোগ্য ব্যক্তিকে এই আসনে দলীয় মনোনয়ন দিবেন।
মনোনয়ন পাবার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে শেখ মাসুদা খানম মেধা দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, দলকে ভালোবেসে অনেক ত্যাগ স্বীকার করে ছাত্রজীবন থেকেই আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে আসছি। আশা করি দল সেটি মূল্যায়ন করবে। আর দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে শ্যামনগর-কালিগঞ্জ উপজেলার আংশিক এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Leave a Reply