স্টাফ রিপোর্টার: ফুটবল আমাদের হ্যাপিনেস, মাদক কে না বলুন ক্রীড়া কে হ্যা বলুন প্রতিপাদ্য কে প্রচারিত করে, ৩১ অক্টোবর ২০২৩ শুক্রবার গাবুরায় মার্টেলো কাপের দফাইনাল খেলা অনুষ্ঠিত। সূর্যোদয়ের আয়োজনে এবং খলিসাবুনিয়া সানা বাড়ি এস বি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ৮দলীয় ফুটবল টূর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম শফিউল আযম লেনিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহাসিন আলম, ইউপি সদস্য জি এম ইমাম হোসেন, ইউপি সদস্য খান হাবিবুল্লাহ বাহার, গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন, আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত সার্জেন্ট গাজী সাঈদুল আলম, গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জি এম মামুনুল হাসান শামীম, সহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সুধী মণ্ডলী উপস্থিত ছিলেন। সপ্তম আসরের ফাইনাল খেলায় সুন্দরবন প্রেস ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা একতা যুব সংঘ। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পূর্বে লেনিন বলেন বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গন কে এগিয়ে নিতে সারা দেশে মিনি স্টেডিয়াম করে দিচ্ছে যাতে ছেলে ও মেয়েরা সমান ভাবে তাদের নৈপুণ্য দেখাতে পারে তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকারের সময়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় খেলা শুরুর মধ্য দিয়ে আমাদের নারী ফুটবলারা আজ এগিয়ে যাচ্ছে যা সম্ভব হয়েছে বর্তমান সরকারের সময়ে। সভাপতিত্ব করেন সানা বাড়ি এস বি স্পোর্টিং ক্লাবের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এস এম আব্দুল মুকিত মুকুল।
Leave a Reply