বিশেষ প্রতিনিধি: দায়িত্ব নেওয়ার আগেই জনদুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার করছেন দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক ও ইউপি সদস্য আবু সাঈদ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন চলাচলের অযোগ্য রাস্তাটি জেলা পরিষদের সহযোগিতায় সংস্কারের শুভ উদ্বোধন কুলিয়ার নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আজহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিধান বর্মন, ৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য আবু সাঈদ, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারাফ হোসেন, ইউপি সচিব খালিদ হাসান খান, ইউপি সদস্যা শ্যামলী রাণী, রমজান মোড়ল ও সোহেল রানা প্রমূখ।
এলাকাবাসী জানান, একটু বৃষ্টি হলেই ওই স্থান দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হতো। বৃষ্টিতে হাটুপানি ও কাঁদা জমে তা চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি নজরে আসলে কুলিয়ার নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক, ইউপি সদস্য আবু সাঈদ ও মোশারাফ হোসেন সড়কটি সংস্কারে এগিয়ে আসেন। এ সময় শত শত পথচারী নব নির্বাচিত এই জনপ্রতিনিধিদের ভূয়সী প্রশংসা করেন এবং মিষ্টি বিতরণ করেন। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হন তারা। এখনও শপথ হয়নি তাদের।
Leave a Reply