বিশেষ প্রতিনিধি: দায়িত্ব নেওয়ার আগেই জনদুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার করছেন দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক ও ইউপি সদস্য আবু সাঈদ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন চলাচলের অযোগ্য রাস্তাটি জেলা পরিষদের সহযোগিতায় সংস্কারের শুভ উদ্বোধন কুলিয়ার নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আজহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিধান বর্মন, ৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য আবু সাঈদ, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারাফ হোসেন, ইউপি সচিব খালিদ হাসান খান, ইউপি সদস্যা শ্যামলী রাণী, রমজান মোড়ল ও সোহেল রানা প্রমূখ।
এলাকাবাসী জানান, একটু বৃষ্টি হলেই ওই স্থান দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হতো। বৃষ্টিতে হাটুপানি ও কাঁদা জমে তা চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি নজরে আসলে কুলিয়ার নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক, ইউপি সদস্য আবু সাঈদ ও মোশারাফ হোসেন সড়কটি সংস্কারে এগিয়ে আসেন। এ সময় শত শত পথচারী নব নির্বাচিত এই জনপ্রতিনিধিদের ভূয়সী প্রশংসা করেন এবং মিষ্টি বিতরণ করেন। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হন তারা। এখনও শপথ হয়নি তাদের।