দেবহাটা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী আসাদুল ইসলামের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে কুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলকায় এ শোভাযাত্রা পদক্ষিণ করে। আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে অনুষ্ঠিত দেবহাটা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই লক্ষে গত শুক্রবার মনোয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে দেবহাটার ৫টি ইউনিয়ন সহ দেশের বিভিন্ন এলাকার নৌকা প্রতিকের মনোনিতদের তালিকা প্রকাশ হয়। ওই তালিকায় কুলিয়া ইউনিয়নে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামকে মনোনিত করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা চলাকালে বহেরা হাইস্কুল এলাকায় শোভাযাত্রায় যোগ দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের সভানেত্রী যাকে যোগ্য মনে করেছেন তাকেই মনোনয় দিয়েছেন। আমাদের সবার সব কষ্ট, রাগ ভুলে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদ হল স্থানীয় সরকারের প্রথম ধাপ আর তাই সেখানে নৌকার জয় আনতে না পারলে শেখ হাসিনার উন্নয়ন সঠিক ভাবে পৌঁছানো যাবে না। তিনি আরো বলেন, সরকার চাই গ্রামকে শহরে পরিণত করতে সে জন্য আমাদের সেই উদ্যোগ বাস্তবায়নে কাজ করতে হবে। কোন প্রকার নৌকার বিরোধী করা যাবে না। এমনকি নির্বাচনকে ঘিরে কোন প্রকার সহিংসতা, সংঘর্ষ মেনে নেওয়া হবে না। দলীয় কোন ব্যক্তি নৌকা প্রতিকের বিরোধীদের বিরুদ্ধে অবস্থান করলে তা কঠোর ভাবে ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে এগিয়ে আসার অনুরোধ জানান। একই সাথে ২৮ নভেম্বর নৌকা প্রতিকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এদিকে, নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী আসাদুল ইসলামের সাথে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়া শোভাযাত্রা বিভিন্ন পৌঁছালে চেয়ারম্যান প্রার্থীকে মিষ্টি ও ফুলেল মালা দিয়ে বরণ করে নেন অসংখ্য নারী-পুরুষ।
Leave a Reply