স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ ‘ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টায় হাসপাতাল ক্যাম্পাসে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। উপজেলায় মোট ৩২ হাজার ৯ ১৫ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হয়। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শেখ তৈয়েবুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা স্যানিটারী কর্মকর্তা আব্দুস সোবহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট শেখ মশিউর রহমান, গনমাধ্যমকর্মী শেখ ঈমন ও হাসপাতালের সিনিয়র স্টাফ এবং নার্সবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খন্দকার রবিউল ইসলাম বলেন “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ” তাই আসুন সকলেই নিজ নিজ সন্তানদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াই। আমি নিজে স্বাস্থ্যবিধি মেনে চলি, পরিবার তথা প্রতিবেশীকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করি। করোনা এখন ভিন্ন নামে মানবদেহে প্রবেশ করছে, যার নাম ” অমিক্রণ। সেকারণে নিজ নিজ অবস্থান থেকে আমরা সকলেই সচেতন থাকবো এবং মাক্স ছাড়া ঘরের বাহিরে হবো না। এ উপজেলার ১২ টি ইউনিয়নে ১২ থেকে ৫৯ মাস বয়সের ২৮ হাজার ৯শ ১৫ জন শিশু ও ৬ থেকে ১১ মাস বয়সের ৪ হাজার শিশুকে ভিটামিন এপ্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
Leave a Reply